রাজ্য – উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। আলিপুরে ১১২.৫ মিমি, দমদমে ১১৭ মিমি এবং সল্টলেকে ১৬৭.৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হওয়ায় সপ্তাহান্তেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার নদিয়া, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা ছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের ২৯ জুলাই পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লাগাতার বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন, রাস্তাঘাটে জল জমেছে এবং সবজির দাম বেড়ে গিয়েছে।
