রাজ্য – পশ্চিমবঙ্গে আলুর অস্বাভাবিক মূল্যহ্রাস কৃষকদের আর্থিকভাবে বড় ধাক্কা দিয়েছে। পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, প্রায় ১০,০০০ কোটি টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে। চলতি বছর রেকর্ড ৭০.৮৫ লক্ষ মেট্রিক টন আলু হিমঘরে মজুত করা হয়েছে, সঙ্গে গত বছরের অবশিষ্ট প্রায় ১০ লক্ষ মেট্রিক টন পুরোনো আলু মজুত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
কৃষকেরা জানিয়েছেন, হিমঘরে আলু সংরক্ষণে প্রতি কেজিতে ৬–৭ টাকা ক্ষতি হচ্ছে, অথচ খোলা বাজারে ফড়েরা একই আলু ১৭–১৯ টাকায় বিক্রি করছে। সরকার ৯ টাকা প্রতি কেজি সহায়ক মূল্য ঘোষণা করলেও বাস্তবে বাজারদর এর নিচে নেমে এসেছে। কৃষকেরা প্রতি কুইন্টালে ৪০০–৫০০ টাকা লোকসান গুনছেন। এই পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে সরকারি হস্তক্ষেপের দাবি উঠেছে।
