রাষ্ট্রপতির সই ছাড়াই ফেরত অপরাজিতা বিল, আইন হওয়া নিয়ে অনিশ্চয়তা

রাষ্ট্রপতির সই ছাড়াই ফেরত অপরাজিতা বিল, আইন হওয়া নিয়ে অনিশ্চয়তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – আরজিকর কাণ্ডের পর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক উত্থাপিত অপরাজিতা বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই না করেই ফেরত পাঠিয়েছেন। বিধানসভায় বিলটি পাশ হওয়ার পর দীর্ঘদিন ধরে কেন্দ্রে আটকে থাকার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস বিজেপিকে দায়ী করেছিল। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, বিলটি নিয়ে রাজ্যপালের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং রাজ্যপাল এবার রাজ্য সরকারের কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাইবেন। ফলে, অপরাজিতা বিল আইন হিসেবে কার্যকর হওয়ার প্রক্রিয়াটি বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছে।

বিলটি নিয়ে মৃত চিকিৎসকের বাবা সরব হয়েছেন। তিনি এই বিলকে ‘অসম্পূর্ণ’ বলে আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন—যারা ধর্ষকদের আড়াল করছে বা তথ্যপ্রমাণ নষ্ট করছে, তাদের শাস্তির ব্যবস্থা বিলে নেই কেন? তাঁর বক্তব্য, বিলে দ্রুত বিচার প্রক্রিয়ার কথা বলা হলেও, তথ্যপ্রমাণ নষ্টকারীদের দায়বদ্ধতার বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তিনি আরও উদ্বেগ প্রকাশ করেন যে, সিবিআই এক বছরের তদন্তেও কিছু প্রমাণ না পাওয়ায়, দ্রুত বিচারের নামে নিরপরাধ কাউকে শাস্তি দেওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top