খেলা – ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়িয়েছে ৫৪৪। বোলিং নির্ভর পিচে ভারতীয় বোলাররা চেষ্টা চালালেও ইংল্যান্ড বেশ দৃঢ় অবস্থান নিয়েছে। শার্দুল ঠাকুর ব্যতীত প্রায় সব বোলারই উইকেট তুলতে সক্ষম হয়েছেন। সিরাজ, বুমরা, অংশূল ও ওয়াশিংটন সুন্দর প্রত্যেকে উইকেট নেন।
ইংল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫০ রান করে টেস্টে নিজের ৩৮ তম শতরান পূর্ণ করেছেন জো রুট। তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড ১৮৬ রানে এগিয়ে রয়েছে। ক্রিজে বর্তমানে রয়েছেন বেন স্টোকস (৭৭ রান) এবং লিয়াম ডসন (২১ রান), যারা ভারতীয় বোলারদের ওপর চাপ বজায় রেখেছেন।
