মুর্শিদাবাদ – বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত চোয়াপাড়া এলাকায় জাল আধার কার্ড ও জাল কাস্ট সার্টিফিকেট তৈরির চক্রের হদিস পেল পুলিশ। এই চক্রের সঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আধার কার্ড তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া দুইজনের মধ্যে একজনের নাম আবু সুফিয়ান, যিনি রঘুনাথগঞ্জের জোরাগাছা এলাকার বাসিন্দা। অপরজন শাহিন আক্তার, লালগোলার চোয়াপাড়া এলাকার বাসিন্দা। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ চোয়াপাড়া এলাকায় একটি দোকানে হানা দেয়। সেখানে গিয়ে দেখা যায়, জাল আধার কার্ড, জাল কাস্ট সার্টিফিকেট ছাড়াও প্যান কার্ড তৈরির কাজ চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রচুর নথিপত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে।
গ্রেপ্তার হওয়া দুইজনকে আজ আদালতে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে আট দিনের হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গেছে। ভগবানগোলার এসডিপিও জানিয়েছেন, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে এবং বাংলাদেশী অনুপ্রবেশকারীদের জন্য জাল আধার কার্ড তৈরির সম্ভাবনা রয়েছে। পুলিশ পুরো ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্যদের সন্ধানে তদন্ত শুরু করেছে।
