বর্ধমানে শ্রাবণী মেলার বিশাল গেট ভেঙে পড়ে অচল জিটি রোড, সিভিল ডিফেন্সের তৎপরতায় স্বাভাবিক হল যান চলাচল

বর্ধমানে শ্রাবণী মেলার বিশাল গেট ভেঙে পড়ে অচল জিটি রোড, সিভিল ডিফেন্সের তৎপরতায় স্বাভাবিক হল যান চলাচল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব বর্ধমান – বর্ধমান শহরে শ্রাবণী মেলার বিশাল আকৃতির একটি গেট ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতের ঝড়-বৃষ্টির ফলে বর্ধমান পৌরসভার সামনে জিটি রোডের উপর স্থাপিত মেলার গেটের একটি বড় অংশ হুরমুরিয়ে ভেঙে পড়ে। ঘটনায় সৌভাগ্যক্রমে কেউ আহত বা নিহত হননি। তবে গেটের ধ্বংসাবশেষ পড়ে থাকার কারণে শনিবার সকাল থেকে জিটি রোডের একাংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থলটি বর্ধমান পৌরসভার সন্নিকটে হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ভাঙা গেটের অংশ জিটি রোডের একটি লেন সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলে। এর ফলে টোটো, ছোট গাড়ি থেকে শুরু করে বাস – সব যানবাহনকেই একই লেন ব্যবহার করতে হয়, যা শহরবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। প্রায় ১৫ ঘণ্টা ধরে জিটি রোডে এই ভাঙা অংশ পড়ে থাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

অবশেষে শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ভাঙা গেটের অংশ রাস্তা থেকে সরিয়ে দেন। তাঁদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়। তবে স্থানীয়দের অভিযোগ, মেলা শেষ হওয়ার পরও শহরের বিভিন্ন প্রান্তে এই ধরনের গেট অযত্নে পড়ে থাকে, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

যদিও ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবুও শহরবাসী প্রশ্ন তুলেছেন, পৌরসভা কেন সময়মতো এই গেটগুলি সরানোর ব্যবস্থা করেনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর অবশিষ্ট গেটগুলি দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top