ভুয়ো ব্যাংকিং ওয়েবসাইটে প্রতারণা, কলকাতা পুলিশের জালে ৪ তরুণ

ভুয়ো ব্যাংকিং ওয়েবসাইটে প্রতারণা, কলকাতা পুলিশের জালে ৪ তরুণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কলকাতা পুলিশ একটি বেসরকারি ব্যাংকের নাম ভাঙিয়ে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে গ্রাহকদের প্রতারণার অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে। গার্ডেনরিচের বাসিন্দা সন্দীপকুমার আগরওয়ালের অভিযোগের ভিত্তিতে এই চক্রের হদিস মেলে। গত জুলাইয়ের শুরুতে ভুয়ো কাস্টমার কেয়ার নম্বরে ফোন করার পর একটি লিঙ্কে ক্লিক করতেই তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ১৮ হাজার ৪১০ টাকা উধাও হয়ে যায়।

অ্যাডিশনাল ডেপুটি কমিশনার মেহতাব আলম এবং গার্ডেনরিচ থানার অ্যাডিশনাল ওসি নাদিম আখতারের নেতৃত্বে পুলিশি তদন্তে শনিবার রাতে লেকটাউন ও পার্ক স্ট্রিট এলাকা থেকে মহম্মদ আরিফ খান, রাজা হাতি, মহম্মদ আহসান আলি এবং বিকাশ কুমারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, চক্রটি কলকাতার পাশাপাশি ঝাড়খণ্ডের জামতাড়াতেও সক্রিয় ছিল।

গ্রেপ্তার হওয়া চারজনের কাছ থেকে ৩৯টি মোবাইল ফোন, ৮টি পাওয়ার ব্যাংক, একটি ট্যাব, সিলড হাতঘড়ি, ব্লুটুথ স্পিকার, স্কুটার এবং নগদ আড়াই লক্ষ টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ১৫ থেকে ১৭ লক্ষ টাকা। আদালত তাদের ২ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে। পুলিশ এই চক্রের আরও সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top