বাঁকুড়া – বাঁকুড়া কৃষি দপ্তর জানিয়েছে, সারের বস্তায় উল্লিখিত সর্বোচ্চ খুচরা মূল্যের (MRP) চেয়ে বেশি দামে সার বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর লাইসেন্স এক বছরের জন্য বাতিল করা হবে। জেলা কৃষি দপ্তর আরও জানিয়েছে, ওই দোকানে থাকা সমস্ত সার দপ্তরের তত্ত্বাবধানে চাষিদের এমআরপি-তেই বিক্রি করা হবে।
উপকৃষি অধিকর্তা দেবকুমার সরকার জানিয়েছেন, বর্তমানে বাঁকুড়া জেলায় আগামী এক মাসের জন্য পর্যাপ্ত সার মজুত রয়েছে। জেলার ৭৫ জন পাইকারি এবং ১,২৫৮ জন খুচরা সার বিক্রেতার মধ্যে সম্প্রতি খাতড়া ও গঙ্গাজলঘাটির মতো এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছিল।
চাষিরা ইতিমধ্যেই এ নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। কৃষি দপ্তর জানিয়েছে, কোনো বিক্রেতা নিয়মভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, জেলা প্রশাসনও কৃষি দপ্তরের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে।
