কোচবিহার – উত্তরবঙ্গের কোচবিহারের পানিশালা হাওড়াহাট এলাকায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃত যুবকের নাম সুবোধ মালাকার (৩৫)। রবিবার রাতে রাস্তায় তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুবোধ মালাকার দীর্ঘদিন ধরেই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে সক্রিয় ছিলেন। সম্প্রতি তাঁর জমিতে ধান কাটার কাজ করছিলেন এক স্থানীয় ব্যক্তি, যিনি বিজেপি-র সঙ্গে যুক্ত বলে অভিযোগ। কাজ শেষ হলে ৬ হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু মাঝপথেই টাকা দাবি করেন ওই ব্যক্তি। সুবোধ জানান, কাজ শেষ না হলে টাকা দেওয়া সম্ভব নয়। এখান থেকেই বিবাদ শুরু হয়।
মৃতের পরিবারের অভিযোগ, এই ঘটনার পরই সুবোধকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর উপর অমানবিকভাবে হামলা চালানো হয়। গুরুতর আহত সুবোধকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি-র সঙ্গে যুক্ত ওই ব্যক্তি এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত।
তবে বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, অভিযুক্ত ব্যক্তি দলের কেউ নন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
