দিল্লি – রাজধানী দিল্লির করোলবাগে ভাড়া বাড়ি থেকে এক বাঙালি দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। মৃতরা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা দেবু ভৌমিক এবং তাঁর স্ত্রী মল্লিকা ভৌমিক। ঘটনার পর তাঁদের গ্রামের বাড়িতেও শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবু করোলবাগের একটি সোনার দোকানে কাজ করতেন। মঙ্গলবার সকালে তিনি কাজে না গেলে দোকানের এক কর্মী তাঁকে ডাকতে যান। বহুবার ডাকাডাকি করলেও সাড়া না মেলায় সন্দেহ জাগে। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় সেটি ভেঙে ঢুকতেই দেখা যায় দম্পতির ঝুলন্ত দেহ।
ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক অনুমান, দম্পতি আত্মহত্যা করেছেন। তবে কেন এমন পদক্ষেপ তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের বক্তব্য, গত চার মাস ধরে করোলবাগের ওই ফ্ল্যাটে থাকছিলেন দেবু ও মল্লিকা। তাঁদের একটি সাত বছরের মেয়ে দাসপুরে রয়েছে। দম্পতি যথেষ্ট হাসিখুশি ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাই এই মৃত্যু ঘিরে সংশয় বাড়ছে।
