খেলা – আগামী ১লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ১০৬তম প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়াবিদ ও কোচদের সম্মানিত করা হবে। ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ও গোলরক্ষক আর শ্রীজেশকে প্রদান করা হবে ‘ভারত গৌরব সম্মান’।
দুই প্রাক্তন ফুটবলার সত্যজিৎ মিত্র ও মিহির বসুকে দেওয়া হবে জীবনকৃতি সম্মান। বছরের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন সৌভিক চক্রবর্তী ও মহিলা বিভাগে সৌম্যা গুগুনথ। উদীয়মান ফুটবলার হিসেবে সম্মানিত হবেন পি ভি বিষ্ণু।
এছাড়াও বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কণিষ্ক শেঠ। সেরা কোচের পুরস্কার পাবেন সঞ্জয় সেন ও এন্টনি অন্দ্রেউস। বিশেষ সম্মান দেওয়া হবে জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় সঙ্গীতা বাসফোর ও দাবার গ্র্যান্ড মাস্টার আরন্যক ঘোষকে।



















