মালদা – গৌড় এক্সপ্রেসে ফের চুরির ঘটনা। কলকাতা থেকে মালদা ফেরার পথে এক চিকিৎসকসহ অন্তত ছয় যাত্রীর মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ট্রেনের এসি টু-টায়ার কামরায়। যাত্রীরা অভিযোগ দায়ের করেছেন জিআরপি-র কাছে।
মালদা শহরের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা অনশ্রী ভট্টাচার্য ও তাঁর স্বামী কলকাতা থেকে ট্রেনে ফিরছিলেন। আজ সকালে মালদা টাউন স্টেশনে পৌঁছে তাঁরা দেখতে পান তাঁদের ব্যাগ নেই। পরে জানা যায়, আরও বেশ কয়েকজন যাত্রীরও একই কামরায় চুরি হয়েছে। লিখিত অভিযোগের পাশাপাশি রেলের অ্যাপ মারফতও অভিযোগ জানানো হয়েছে।
যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, “ট্রেনের নিরাপত্তা কার্যত অরক্ষিত। রাতভর চোর-উৎপাত চলেছে।” রেল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।
