ওভালে ‘অস্তিত্ব রক্ষার’ লড়াইয়ের আগে বড় ধাক্কা, শেষ টেস্টে খেলছেন না বুমরা

ওভালে ‘অস্তিত্ব রক্ষার’ লড়াইয়ের আগে বড় ধাক্কা, শেষ টেস্টে খেলছেন না বুমরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে ওভালে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। সিরিজ হারের লজ্জা এড়াতে ম্যাচ জিততেই হবে শুভমন গিলদের। তবে ম্যাচের আগেই ভারতীয় সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ এসেছে। চোটের কারণে শেষ টেস্টে খেলছেন না দলের তারকা পেসার যশপ্রীত বুমরা। টিম ইন্ডিয়ার চিকিৎসকরা তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যাতে চোট আরও গুরুতর না হয়। বুমরার পরিবর্তে আকাশদীপকে দলে নেওয়া হতে পারে।

চলতি সিরিজে তিনটি টেস্ট খেলেছেন বুমরা এবং ইতিমধ্যে ১৪টি উইকেট সংগ্রহ করেছেন। কিন্তু চতুর্থ টেস্টে ওল্ড ট্রাফোর্ডে তিনি প্রত্যাশার তুলনায় অনেকটাই নিষ্প্রভ ছিলেন। প্রথম ইনিংসে ৩৩ ওভারে ১১৫ রান দিয়ে ফেলেন, যা টেস্ট কেরিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে ১০০ রানের বেশি দেওয়া। পাশাপাশি তাঁর ১৪০ কিমি/ঘণ্টার বেশি গতির ডেলিভারির হারও নেমে এসেছে ৪২.৭ শতাংশ থেকে মাত্র ০.৫ শতাংশে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এই পারফরম্যান্সের পর বুমরাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতের টিম ম্যানেজমেন্ট এবং চতুর্থ টেস্টে না খেলা আকাশদীপকে তাঁর স্থলাভিষিক্ত করার পরিকল্পনা করছে।

ভারতের তরুণ পেসার আকাশদীপকে মঙ্গলবার দলের অনুশীলনে দারুণ ছন্দে দেখা গেছে। তিনি দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছিলেন। যদিও লর্ডসে তাঁর পারফরম্যান্স আশানুরূপ ছিল না। ওভালে মোহাম্মদ সিরাজ ও আকাশদীপের পাশাপাশি তৃতীয় পেসার হিসেবে আর্শদীপ সিং বা প্রসিদ্ধ কৃষ্ণাকে দলে নেওয়া হতে পারে। অন্যদিকে, চোটের কারণে ছিটকে যাওয়া ঋষভ পন্থের পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন ধ্রুব জুরেল। পিচে এখনও ঘাস রয়েছে এবং মেঘলা আবহাওয়া থাকায় পেসাররা সুবিধা পাবেন বলেই বিশেষজ্ঞদের মত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top