খেলা – ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান আজ নামছে মরসুমের প্রথম ম্যাচে ডুরান্ড কাপে। প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং ক্লাব, অর্থাৎ টুর্নামেন্ট শুরু হচ্ছে এক মিনি ডার্বি দিয়েই। গত মরসুমে আইএসএল লিগ শিল্ড ও নকআউট ট্রফি জিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল সবুজ-মেরুন। এবারও শুরুটা জোরদার করতেই লক্ষ্য তাদের।
মহমেডান স্পোর্টিং ইতিমধ্যেই ডুরান্ড অভিযান শুরু করেছে। প্রথম ম্যাচে ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে ইনজুরি টাইমে গোল খেয়ে পয়েন্ট হাতছাড়া হয় সাদা-কালো ব্রিগেডের। এই ম্যাচের আগে থেকেই শেষ মুহূর্তে গোল খাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ রয়েছে ক্লাবটির মধ্যে।
মোহনবাগানের জন্য ম্যাচটা সহজ নয়। মরসুমের প্রথম ম্যাচ বলে খেলোয়াড়দের বোঝাপড়া তৈরি হতে সময় লাগবে। তবে ইতিবাচক দিক হল, দলটি প্রায় একই স্কোয়াড ধরে রেখেছে এবং মানসিকভাবে চাঙ্গা রয়েছে। ট্রফির লক্ষ্যে প্রথম ম্যাচ থেকেই জয়ের ধারা শুরু করতে চায় তারা।
কলকাতার চারটি ক্লাব এবার ডুরান্ডে অংশ নিচ্ছে। বাকি তিন দল ইতিমধ্যেই অভিযান শুরু করেছে। মোহনবাগানের নজর এখন মিনি ডার্বি জয় দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করার দিকে।
