বীরভূম – বীরভূমের এক অনুষ্ঠানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শেষ দুয়ারে সরকার ক্যাম্পের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ডিসেম্বর থেকেই এই প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বর্তমানে সাধারণ মহিলারা মাসে ১,০০০ টাকা এবং তপশিলি মহিলারা ১,২০০ টাকা পান। জল্পনা চলছে, এই ভাতা বাড়িয়ে যথাক্রমে ১,৫০০ ও ১,৮০০ টাকা করা হতে পারে।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রায় ৯.২৫ লক্ষ মা-বোন এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তিনি আরও বলেন, “এই প্রকল্প ২৫ বছর বয়স থেকে শুরু হয়ে আজীবন চলবে।” পশ্চিমবঙ্গের এই প্রকল্প অন্যান্য রাজ্যের তুলনায় আলাদা, কারণ এখানে স্কুটি বা পাকা বাড়ি থাকলেও ভাতা পাওয়া যায়। আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা যেটা বলি, সেটা করি।”
