বিরোধী নেতাদের বাংলাদেশি আখ্যা দিয়ে কটাক্ষ তৃণমূলের, শুভেন্দু অধিকারীকে ‘পাষণ্ড’ বললেন সুমালা আগরওয়ালা

বিরোধী নেতাদের বাংলাদেশি আখ্যা দিয়ে কটাক্ষ তৃণমূলের, শুভেন্দু অধিকারীকে ‘পাষণ্ড’ বললেন সুমালা আগরওয়ালা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মালদা – তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির হুঁশিয়ারি ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা থেকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি স্পষ্ট ভাষায় বলেন, ‘‘ভোটার লিস্ট থেকে যদি কারো নাম কাটতে হয়, তবে প্রথমে কাটতে হবে শিশির অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও নিশিত প্রামাণিকদের নাম। তারপর আমাদের নাম কাটবেন।’’ তাঁর দাবি, এরা সবাই বাংলাদেশি।

একই সভা থেকে ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্য মঞ্চ থেকে কটাক্ষ করে বলেন, ‘‘আমরা জয় বাংলা বলব। এতে যদি কারও রাগ হয়, তবে সে পাষণ্ড, সে একটা ষাঁড়।’’

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ জেলার তৃণমূল নেতৃত্ব। সভায় একের পর এক তীব্র কটুক্তি শোনা যায় জেলা তৃণমূল নেতা-নেত্রীদের মুখে। পরে তাদের কাছে এ নিয়ে প্রশ্ন করা হলে তারা বলেন, ‘‘যা বলেছি সঠিক বলেছি।’’

এই মন্তব্য ঘিরে বিজেপির পক্ষ থেকে শাসক দলকে তীব্র কটাক্ষ করা হয়। পাল্টা তৃণমূল নেতৃত্বের তরফে বিজেপিকে গণধোলাই দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী ২৮শে আগস্ট কলকাতায় অনুষ্ঠিত হতে চলা তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top