ভাইরাল – কলিযুগে দেখা মিলল ত্রেতাযুগের পক্ষীর! পাহাড়ি এলাকায় রাস্তার ধারে একটি বিশাল পাখিকে পাথরের উপর বসে থাকতে দেখে চমকে উঠেছেন পথচারীরা। বিরল এই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট হওয়ার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটাগরিকদের একাংশের দাবি, পাখিটি দেখতে অবিকল রামায়ণের জটায়ুর মতো। বিশাল আকার, তীক্ষ্ণ বাঁকানো ঠোঁট এবং ভয় ধরানো চেহারায় পাখিটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
‘শ্বেতাসমিধ্যা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে জমে থাকা মানুষের ভিড়ের মধ্যেই নির্ভীকভাবে বসে রয়েছে পাখিটি। তার বিশাল ডানার বিস্তার এবং শান্ত ভঙ্গিমা দেখে রামায়ণের জটায়ুর কথা মনে পড়ে গেছে অনেকের। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে নেটাগরিকদের কেউ কেউ একে অলৌকিক ঘটনা বলে অভিহিত করেন, আবার কেউ মন্তব্য করেন, ‘‘রাম-রাজত্ব ফিরে এসেছে।’’
সংবাদ প্রতিবেদন অনুযায়ী, এই পাখিটি আসলে ‘আন্দিয়ান কনডোর’ বা বিরল প্রজাতির শকুন। এটি বিশ্বের বৃহত্তম উড়ন্ত পাখিদের মধ্যে একটি, যার ডানার বিস্তার প্রায় ১০ ফুট পর্যন্ত হতে পারে। সাধারণত দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় এদের দেখা মেলে। ভারতে এই পাখির দেখা পাওয়া অত্যন্ত বিরল ঘটনা বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ভিডিওতে দেখা যায়, ভিড় জমলেও পাখিটি বিরক্ত হয়নি এবং মানুষের প্রতি কোনও আক্রমণাত্মক আচরণও করেনি। তার বিশাল আকার এবং শান্ত স্বভাব দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটাগরিকরা। ইতিমধ্যেই ভিডিওটি সমাজমাধ্যমে কয়েক লক্ষবার দেখা হয়েছে এবং প্রচুর লাইক ও কমেন্ট জমা পড়েছে।
