বিনোদন – বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ শোলাঙ্কি রায় সম্প্রতি এক পডকাস্টে এসে ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন। টেলিভিশন, ওটিটি এবং বড় পর্দায় সমান জনপ্রিয় এই অভিনেত্রী জানান, বিনোদন জগতের গ্ল্যামারের আড়ালে রয়েছে এক ভয়াবহ বাস্তবতা। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, একাধিকবার বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে তাঁকে। পারিবারিক অনুষ্ঠানে গেলেও অনেকে তাঁর রোগা চেহারা নিয়ে মন্তব্য করতেন, যা তাঁকে মানসিকভাবে আঘাত করত।
শোলাঙ্কি আরও জানান, ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় কাস্টিং কাউচের অভিজ্ঞতাও হয়েছে তাঁর। এক পরিচালক তাঁকে সরাসরি ব্রেস্ট সার্জারি করার পরামর্শ দেন, বলেন, “নায়িকা হতে গেলে একটু খাঁজ থাকা দরকার।” অভিনেত্রী বলেন, এই মন্তব্য তাঁকে হতবাক করেছিল, তবে যথেষ্ট ম্যাচিওর হওয়ায় তিনি পরিস্থিতি সামাল দিতে পেরেছিলেন। তাঁর কথায়, “ভাবুন তো, কোনও নতুন বা কম বয়সি মেয়েকে যদি এমন কথা শোনানো হয়, সে কতটা ভেঙে পড়বে।”
এছাড়া শোলাঙ্কি জানান, আজকের দিনে অনেক অভিনেতা লিপ ফিলার, নোস জবসহ বিভিন্ন কসমেটিক সার্জারি করাচ্ছেন নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য। তবে তিনি ব্যক্তিগতভাবে কোনও রকম অস্ত্রোপচারের পথ অবলম্বন করেননি। এর জন্য তাঁকে প্রায়শই কটূক্তির শিকার হতে হয়েছে। শোলাঙ্কির মতে, “অনেকেই বলেন, আমার মুখ সিনেমায় টিভির তুলনায় খারাপ লাগে, কারণ আমি কখনও মুখে কিছু করাইনি।”
উল্লেখ্য, শোলাঙ্কি রায়কে শেষ দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া-য় খড়ি চরিত্রে। এর আগে ইচ্ছে নদী, প্রথমা কাদম্বিনী, ফাগুন বউ ধারাবাহিক ও বাবা বেবি ও, শহরের উষ্ণতম দিনে সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। বর্তমানে তিনি বড় পর্দা ও ওটিটি-র কাজে ব্যস্ত রয়েছেন।
