রাজ্য – আগস্টের শুরুতেই রাজ্যজুড়ে ফের সক্রিয় হয়েছে বর্ষা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। অপরদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আবহাওয়া দফতরের মতে, আগামী সাত দিন ধরে রাজ্যজুড়ে বৃষ্টি চলতে পারে এবং এ বছর বর্ষা সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ ইনিংস খেলতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
আজ, ২ আগস্ট থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৮ শতাংশ হওয়ায় অস্বস্তি অনুভূত হবে।
উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ৪ আগস্ট পর্যন্ত কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি হয়েছে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে আগামী ৭ আগস্ট পর্যন্ত।
৭ আগস্ট উত্তর ও মধ্যবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় দক্ষিণবঙ্গেও ওই দিন সতর্কতা জারি রাখার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, অগাস্ট ও সেপ্টেম্বর মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের বিভিন্ন অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। দীর্ঘায়িত বর্ষার এই পূর্বাভাস কৃষিকাজ এবং জলসম্পদ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রশাসনও নদীতীরবর্তী এলাকা, পাহাড়ি অঞ্চল ও জল জমার সম্ভাবনা রয়েছে এমন জায়গাগুলিতে সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।
