কলকাতা – কবি সুভাষ মেট্রো স্টেশন ৯ মাস বন্ধ থাকার কারণে যাত্রীদের দুর্ভোগ কিছুটা লাঘব করতে রাজ্য সরকার আগামী সোমবার থেকে শাটল বাস পরিষেবা চালু করতে চলেছে। কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে এই বাস। প্রতিদিন সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। ৩২ আসনের বাসের ভাড়া ধরা হয়েছে ১০ টাকা।
মেট্রো পরিষেবা বন্ধ থাকায় নিউ গড়িয়ার যাত্রীদের শহীদ ক্ষুদিরাম পৌঁছতে গড়ে ৪০ মিনিট বেশি সময় লাগছে। পাশাপাশি অটো ভাড়াও বেড়ে গিয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, এর ফলে গত তিন দিনে দৈনিক যাত্রী সংখ্যা ৫.৫ থেকে ৫.৭৫ লাখের পরিবর্তে সাড়ে পাঁচ লাখের গণ্ডি পার করতে পারেনি। দৈনিক ২৫-৩০ হাজার যাত্রী কমেছে।
দক্ষিণ ২৪ পরগনার বহু যাত্রীকে বাইপাস ধরে বাস ধরতে হচ্ছে কারণ মেট্রো ধরতে গেলে তাঁদের খরচ ও সময় দুটোই বাড়ছে। নতুন শাটল বাস পরিষেবা চালু হওয়ায় এই সমস্যা কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
