মানিকতলায় ভেঙে পড়ল প্রাচীন রাজবাড়ির অংশ, আহত দুই শিশু

মানিকতলায় ভেঙে পড়ল প্রাচীন রাজবাড়ির অংশ, আহত দুই শিশু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কলকাতায় ফের ভেঙে পড়ল এক প্রাচীন বাড়ি। উত্তর কলকাতার মানিকতলায় শনিবার সকালে আচমকাই দোতলা এক পুরনো রাজবাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনায় আহত হয়েছে দুই শিশু। আহতদের দ্রুত উদ্ধার করে ভর্তি করানো হয়েছে ইএসআই হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মানিকতলা মেন রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু পুরনো এই বাড়িটি কলকাতা পুরসভার তালিকায় দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত ছিল। স্থানীয়দের অভিযোগ, কাঠামোটি জীর্ণ হয়ে পড়েছিল বহু আগেই, কিন্তু বারবার জানানো সত্ত্বেও কোনও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি।

শনিবার সকালে বাড়ির একাংশ ভেঙে রাস্তায় পড়লে সেই সময় সামনে দিয়ে যাওয়া দুই শিশু চাঙড়ে চাপা পড়ে যায়। আশেপাশের মানুষজন দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পুলিশ ও কলকাতা পুরসভার একটি দল পৌঁছে এলাকা ঘিরে দিয়েছে নিরাপত্তার জন্য। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বাড়িটির বাকি অংশও অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পুরসভা অনেক আগেই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে শহরের বিপজ্জনক বাড়িগুলিকে ঘিরে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top