হাওড়া – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং বিশেষ উদ্যোগে শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। উদ্দেশ্য— সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধানের চেষ্টা করা। তবে শুরুতেই এই কর্মসূচি জনরোষের মুখে পড়ল হাওড়ায়।
শনিবার হাওড়ার ডোমজুড় ব্লকের করোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মসূচির অংশ হিসেবে পৌঁছান হাওড়ার জেলাশাসক পি দিপাপ প্রিয়া। কিন্তু সেখানে নামতেই স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে ধরেন এবং একের পর এক অভিযোগ জানাতে শুরু করেন। এলাকাবাসীর দাবি, বহু বছর ধরে নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়, নর্দমার জল উপচে পড়ায় স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে দাঁড়ায়। পুরনো ও সংস্কারহীন পুকুরগুলি থেকেও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
এক মহিলার ক্ষোভ, “বছরের পর বছর একই সমস্যা। এবার নতুন কর্মসূচি চালু হয়েছে বলে সবাই আসছেন, কিন্তু আমরা চাই স্থায়ী সমাধান। শুধু ছবি তুলে চলে গেলে কিছু হবে না।” আরেক প্রবীণ বাসিন্দা বলেন, “এত বছর ধরে একটা ড্রেন পর্যন্ত পরিষ্কার হয় না। এত প্রকল্প হলেও আমরা কোনো সুবিধা পাই না।”
জেলাশাসক পি দিপাপ প্রিয়া অবশ্য ধৈর্য ধরে সকলের অভিযোগ শোনেন এবং দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন। তিনি জানান, “এই কর্মসূচির মূল লক্ষ্যই মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁদের সমস্যার সমাধানের চেষ্টা করা। সংশ্লিষ্ট দফতরগুলিকে দ্রুত জানিয়ে পদক্ষেপ করা হবে।”
তবে প্রথম দিনেই জনরোষে পড়ায় হাওড়া জেলা প্রশাসনের অস্বস্তি বেড়েছে। এতে পরিষ্কার, সরকারি ফাইলের তথ্য আর মাটির মানুষের অভিজ্ঞতার মধ্যে এখনও বড় ফারাক রয়ে গেছে।
