৭৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, আনন্দে ভাসছে বলিউড

৭৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, আনন্দে ভাসছে বলিউড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বলিউড – ৭৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের নাম ঘোষণার পর বলিউডে বইছে আনন্দের ঢেউ। সেরা অভিনেতা হিসেবে সম্মানিত হয়েছেন শাহরুখ খান (জাওয়ান ছবির জন্য) এবং বিক্রান্ত ম্যাসি। অন্যদিকে, সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি তাঁর অনবদ্য অভিনয়ের জন্য মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে। করণ জোহরের পরিচালিত রকি অউর রানি কি প্রেম কাহানি পেয়েছে সেরা জনপ্রিয় ছবির পুরস্কার।

এই বিশেষ মুহূর্তে আনন্দ ভাগ করে নিয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খানও। শনিবার তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর তিন প্রিয় শিল্পী—শাহরুখ, রানী এবং করণকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের সঙ্গে ছবি শেয়ার করে গৌরী লিখেছেন, “আমার তিন প্রিয় শিল্পী বড় জয় পেয়েছেন… যখন প্রতিভা ও ভালো মিশে যায়, তখন জাদু হয়। আমি অত্যন্ত গর্বিত!”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top