রাজ্য – পশ্চিমবঙ্গ সরকার নাগরিকদের দৈনন্দিন জীবনের ছোটখাটো সমস্যার দ্রুত সমাধানের জন্য ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। ২ অগস্ট থেকে শুরু হওয়া এই প্রকল্পের অধীনে রাস্তা, ড্রেন, পানীয় জল, রাস্তার আলো, খেলার মাঠসহ মোট ১৬টি ক্ষেত্রের সমস্যাগুলি চিহ্নিত করে তার প্রতিকারের ব্যবস্থা করা হবে। প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং আগামী ৬০ দিন ধরে রাজ্যজুড়ে ২৭ হাজারের বেশি ক্যাম্প অনুষ্ঠিত হবে।
প্রকল্পটির আওতায় বড় ধরনের নির্মাণ কাজ বা জমি কেনা-বেচার মতো বিষয় অন্তর্ভুক্ত করা হবে না। সমস্যার সমাধানে স্বচ্ছতা বজায় রাখতে একটি নির্দিষ্ট ওয়েবসাইট (apas.wb.gov.in) এবং কিউআর কোড চালু করা হয়েছে, যেখানে নাগরিকরা তাঁদের আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।
এই ক্যাম্পগুলিতে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সুবিধাগুলিও পাওয়া যাবে। ফলে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারসহ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করাও সহজ হবে।
