কলকাতা – ভিআইপি রোডের পাশে বাঙুর সংলগ্ন সার্ভিস রোডে রবিবার সকালে অভিনব বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মীরা। এলাকার খারাপ রাস্তা মেরামতের দাবিতে রাস্তার উপর কলা গাছ পুঁতে প্রতীকী প্রতিবাদ জানালেন তারা।
বিজেপি কর্মীদের অভিযোগ, লেকটাউন ও বাঙুরের একাধিক জায়গায় রাস্তার বেহাল অবস্থা। বহুবার জানিয়েও প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এদিন কলা গাছ পুঁতে প্রতিবাদে নামেন তারা। এই বিক্ষোভে স্থানীয় বিধায়ক এবং দমকলমন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ মোতায়েন ছিল। বিক্ষোভের জেরে এলাকায় কিছুটা যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে।
