বিহার – বিহারের ভাগলপুর জেলায় একটি কানওয়ার যাত্রীবোঝাই গাড়ি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উলটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রবিবার রাতে শ্রাবণ মাসের পবিত্র সোমবার উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে যাওয়া ৯ জন যাত্রী নিয়ে ওই গাড়িটি শাহকুন্ড থেকে মাহাতো সুলতানগঞ্জ যাওয়ার পথে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের জলভর্তি গর্তে উল্টে যায়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
দুর্ঘটনাস্থল একটি সরু রাস্তা যেখানে বৃষ্টির কারণে জল জমে ছিল, যা দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গাড়ির চালক দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন এবং তাঁর খোঁজ চলছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যুবক পিন্টু কুমার জানিয়েছে, গাড়িটি হঠাৎ করেই পাশের কাদার উপর পিছলে গিয়েছিল এবং বিদ্যুতের তারের সংস্পর্শে আসার ফলে গাড়িতে থাকা সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। সে সময় নিজে গাড়ি থেকে ছিটকে পড়ে বেঁচে গিয়েছেন তিনি।
শাহকুন্ড থানা পুলিশ ও ডিএসপি নবনীত কুমার দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে।
