কোচবিহার – কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে সিজার করার সময় গর্ভস্থ সন্তানের মাথায় চোট লাগার অভিযোগে উত্তাল পরিবার। বড় শোলমারি গ্রামের প্রসূতি বিউটি খাতুন শনিবার রাতে প্রসব বেদনায় ভর্তি হন হাসপাতালে এবং রবিবার বিকেলে সিজার মাধ্যমে সন্তানের জন্ম দেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল মা ও সদ্যোজাত সুস্থ আছেন এবং কিছুক্ষণ পর পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও পরিবারের সঙ্গে সদ্যোজাত ও প্রসূতির দেখা মেলেনি।
পরিবার যখন চিৎকার শুরু করে, তখন হাসপাতাল থেকে মাথায় ব্যান্ডেজ বাঁধা এক সদ্যোজাতকে দেখানো হয়। পরিবারের দাবি, শিশুর কপাল থেকে মাথা পর্যন্ত কাটা দাগ এবং চোটের নিদর্শন স্পষ্ট ছিল। প্রসূতির স্বামী ও আত্মীয়রা চিকিৎসকের গাফিলতিতে এই অঘটন ঘটেছে বলে অভিযোগ করেছেন। তারা দিনহাটা থানায় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন।
অপরদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করেননি। পরিবার ও চিকিৎসকদের মধ্যে এই বিতর্কে হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে।
