রাজস্থান – পাঞ্জাবের পর এবার রাজস্থানের ভারত-পাক সীমান্ত সংলগ্ন শ্রীগঙ্গানগরের সঙ্গতপুরা গ্রামে বিপুল পরিমাণ নিষিদ্ধ হেরোইন উদ্ধার করেছে বিএসএফ। রবিবার গ্রামবাসীদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত জমি থেকে হলুদ টেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটে ছিল ৫০০ গ্রাম হেরোইন, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। তবে ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, প্যাকেটটি পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল। পাচারকারীরা গ্রামবাসীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় পুলিশ ও বিএসএফ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেছে। সম্প্রতি পাঞ্জাবের তারণ তারান জেলাতেও ড্রোন থেকে হেরোইন উদ্ধার হয়েছিল। সীমান্ত এলাকায় মাদক পাচারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
