উলুবেড়িয়ার আমতার বুথে ভোটার তালিকায় ৩৯ মৃত ব্যক্তির নাম থাকার অভিযোগ, চাঞ্চল্য ছড়াল রাজনৈতিক মহলে

উলুবেড়িয়ার আমতার বুথে ভোটার তালিকায় ৩৯ মৃত ব্যক্তির নাম থাকার অভিযোগ, চাঞ্চল্য ছড়াল রাজনৈতিক মহলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হাওড়া – উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতার ৭২ নম্বর বুথে ভোটার তালিকায় ৩৯ জন মৃত ব্যক্তির নাম থাকার অভিযোগ উঠেছে। মোট ১১০১ জন ভোটারের মধ্যে এই মৃত ভোটারদের নাম চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছে বিজেপি। এই ঘটনা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) চলাকালীন প্রকাশ্যে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বিজেপির মণ্ডল কমিটির সভাপতি গৌতম দলুই জানান, তাঁদের দল স্ক্রুটিনির সময় মৃত ভোটারদের নাম শনাক্ত করেছে। তিনি অভিযোগ করেন, একাধিকবার বিএলওকে জানানো হলেও নাম বাদ দেওয়া হয়নি। বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ-সভাপতি রমেশ সাঁধুখা দাবি করেন, জেলার প্রতিটি বিধানসভা এলাকায় একই ধরনের সমস্যা রয়েছে এবং স্বচ্ছ ভোটার তালিকার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।

অন্যদিকে, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল সভাপতি অরুণাভ সেনও মৃতদের নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। তবে তিনি সতর্ক করেছেন, জীবিত ভোটারদের নাম ভুলভাবে বাদ দিলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল জানান, অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top