লাল বিকিনিতে খোলামেলা রূপে ধরা দিয়ে ট্রোল, মোক্ষম জবাব দিলেন তন্বী লাহা রায়

লাল বিকিনিতে খোলামেলা রূপে ধরা দিয়ে ট্রোল, মোক্ষম জবাব দিলেন তন্বী লাহা রায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – সেলিব্রিটি মানেই তাঁদের ব্যক্তিগত জীবনের প্রতিটি পদক্ষেপ জনসমক্ষে আলোচিত হয়, আর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেই চলে সমালোচনার ঝড়। সম্প্রতি সেই অভিজ্ঞতার মধ্যেই দিয়ে গেলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তন্বী লাহা রায়। নিজের জন্মদিন উদযাপন করতে বিদেশ সফরে গিয়ে লাল বিকিনিতে সমুদ্রসৈকতে তোলা ছবি পোস্ট করেন অভিনেত্রী। আর তা দেখেই নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার হন তিনি।

বিভিন্ন কমেন্টে তাঁকে উদ্দেশ্য করে বলা হয়, “বেহায়া”, “এই ধরনের পোশাক পরাকে সাহস বলে চালানো যায় না”, কিংবা “পোশাকহীন হয়ে কখনও আধুনিক হওয়া যায় না।” এইসব কটাক্ষের মুখে অনেকেই চুপ থাকেন, কিন্তু তন্বী তাঁদের দলে নন। ট্রোলিংয়ের জবাব দিতে পিছপা হননি তিনি। বরং নিজের বক্তব্য স্পষ্ট করে দেন সোশ্যাল মিডিয়াতেই।

একটি পোস্টে তন্বী লেখেন, “আমি এখন এমন এক দেশে রয়েছি যেখানে বিকিনি পরা খুবই স্বাভাবিক। এখানে মোটা-রোগা নির্বিশেষে সকলেই এই ধরনের পোশাক পরেন। কিন্তু আমাদের দেশে এখনও এই ধরনের পোশাক নিয়ে হেনস্থার শিকার হতে হয়। এটা খুবই দুর্ভাগ্যজনক।” পাশাপাশি তিনি বলেন, “আমরা যদি আত্মবিশ্বাসী হই, তাহলে এই ধরনের পোশাক পরা নিয়েও কোনও সংকোচ থাকা উচিত নয়।”

তন্বীর বক্তব্য ছিল পরিষ্কার—বিকিনি বা মনোকিনি পরা কোনও অন্যায় নয়, বরং নিজের শরীর ও আত্মবিশ্বাস নিয়ে গর্বিত হওয়াটাই আসল আধুনিকতা। অভিনেত্রী লিখেছেন, “তুমি একদম তোমার মতোই সুন্দর।” এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিলেন, তিনি ট্রোলারদের কথা কোনও গুরুত্ব দেন না।

জন্মদিনের আগেই বিদেশ সফরে গিয়েছিলেন তন্বী এবং সেখান থেকেই একাধিক খোলামেলা ছবি পোস্ট করেন তিনি। এই ধরনের পোশাক নিয়ে বহুবার অন্যান্য অভিনেত্রীদেরও ট্রোল হতে দেখা গেছে। কেউ কটাক্ষ এড়িয়ে যান, কেউ আবার সরব হন প্রতিবাদে। তন্বী সেই দ্বিতীয় দলের প্রতিনিধি হয়ে জানিয়ে দিলেন—আধুনিকতা মানে সাহসের সঙ্গে নিজের মত প্রকাশ, সমাজের ভয় না করে নিজের মতো করে বাঁচা। বর্তমানে তন্বী অভিনয় করছেন জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top