প্রয়াগরাজে বাস্তবের ‘বাহুবলী’! সন্তানের প্রাণ বাঁচাতে শিবগামীর রূপ নিলেন বাবা

প্রয়াগরাজে বাস্তবের ‘বাহুবলী’! সন্তানের প্রাণ বাঁচাতে শিবগামীর রূপ নিলেন বাবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – উত্তরপ্রদেশে টানা বৃষ্টির ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গঙ্গা, যমুনা, সরযূ, কেন এবং চম্বলের মতো নদীগুলি বিপদসীমার উপরে বইছে। ফলে রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে সংকটজনক অবস্থা প্রয়াগরাজে। গঙ্গা ও যমুনার জল হু হু করে লোকালয়ে ঢুকে পড়ছে। বাসিন্দারা প্রাণ বাঁচাতে একগলা জল পেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক হৃদয়বিদারক ভিডিয়ো, যেখানে এক নবজাতককে বাঁচাতে রাস্তায় গলা জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন এক তরুণ দম্পতি। ভিডিওতে দেখা যায়, কাপড়ে মোড়া সদ্যোজাত সন্তানকে মাথার উপরে তুলে জলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন এক বাবা। তাঁর স্ত্রী কাঁধ ধরে ভারসাম্য বজায় রেখে হাঁটছেন। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

প্রসঙ্গত, ঘটনাটি ঘটে প্রয়াগরাজের ছোট বাঘারা এলাকায়। গত শনিবার সকালের দিকে ঘুম থেকে উঠে স্থানীয়রা দেখেন যে তাঁদের ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট সম্পূর্ণ জলের নিচে চলে গেছে এবং কোথাও যাওয়ার পথ খুঁজে পাওয়াও কঠিন হয়ে দাঁড়ায়। অনেকেই ঘর ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এই পরিস্থিতিতে কোনও রকম সাহায্য না পেয়ে নিজের স্ত্রী ও সদ্যোজাত সন্তানকে নিয়ে ওই তরুণ জলে নামেন।

ভিডিয়োটি পোস্ট করা হয় ‘অন্নু ট্যান্ডন উন্নাও’ নামে এক্স হ্যান্ডলের একটি অ্যাকাউন্ট থেকে। ভাইরাল হওয়ার পর নেটমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ওই তরুণের সাহসের প্রশংসা করেছেন, আবার অনেকে বলছেন যে এতটা ঝুঁকি নেওয়া উচিত হয়নি, কারণ জলের মধ্যে ভারসাম্য হারালে সবাই মারাত্মক বিপদের মুখে পড়তে পারতেন।

প্রশাসনের তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে পরিস্থিতির মোকাবিলার জন্য। যমুনার জলস্তর আরও বাড়ায় উদ্বেগও বাড়ছে শহরবাসীর মধ্যে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top