খেলা -ওভালে চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ ক্রমেই ভারতের দিকে ঝুঁকছে। দ্বিতীয় ইনিংসে ভারতের রান ২৫০ পেরিয়ে গেছে এবং হাতে রয়েছে এখনও ৮ উইকেট। ফলে ইংল্যান্ডের উপর চাপ বেড়েছে অনেকটাই।
ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৪৭ রানে গুটিয়ে গেলেও, ভারত ২২৪ রানেই থেমে যায় এবং মাত্র ২৩ রানের লিড নেয় প্রতিপক্ষ। তবে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন।
যশস্বী জয়সওয়াল এখনো অপরাজিত এবং অসাধারণ ব্যাটিং করে চলেছেন। নাইটওয়াচম্যান হিসেবে নামা আকাশদীপ তাঁর প্রথম অর্ধশতক তুলে নিয়ে দলকে বড় লিড এনে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যদিও কেএল রাহুল ও সাই সুদর্শন বড় রান করতে পারেননি, তবে ভারতের সংগ্রহ এখনই ইংল্যান্ডের নাগালের বাইরে চলে যেতে বসেছে।
এই ম্যাচে ভারতের পেসারদের পারফরম্যান্সও বিশেষভাবে প্রশংসনীয়। বল হাতে আকাশদীপ, বুমরাহ, এবং সিরাজরা নিয়মিত উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার ভেঙে দেন।
যদি ভারত এই ম্যাচ জেতে, তাহলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফিরে আসবে। তবে ম্যাচ যদি ড্র হয় বা ইংল্যান্ড জেতে, সেক্ষেত্রে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজ হারবে। অন্যদিকে, ইংল্যান্ডের শিবিরে ক্রিস ওকসের চোট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
