দিল্লি – মঙ্গলবার সকালে দিল্লির লালকেল্লায় প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজন ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’কে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সবাই রাজধানীতে শ্রমিকের কাজ করতেন এবং চার-পাঁচ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
পুলিশের দাবি, ওই পাঁচ ব্যক্তি লালকেল্লার ‘অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্ট’-এর কাছে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন। তখনই সেখানকার নিরাপত্তা রক্ষীরা তাঁদের আটক করে। অভিযুক্তদের কাছে কোনও বৈধ প্রবেশপত্র বা পরিচয়পত্র ছিল না। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তাঁরা জানতেন না যে ১৫ জুলাই থেকে লালকেল্লা সাধারণ মানুষের জন্য বন্ধ রয়েছে।
ডিসিপি রাজা ভাটিয়া জানান, তাঁদের কাছ থেকে বাংলাদেশের কিছু নথি উদ্ধার হয়েছে, তবে সন্দেহজনক কোনও কর্মকাণ্ড বা বস্তু পাওয়া যায়নি। বর্তমানে ধৃতদের কেন্দ্রীয় তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করছে এবং তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় কড়া নিরাপত্তা জারি রয়েছে। এর মধ্যেই এমন অনুপ্রবেশের চেষ্টা নিরাপত্তা বাহিনীকে আরও সতর্ক করেছে।
