আলিপুরদুয়ার – আবারও হাতির হানায় ত্রস্ত ফালাকাটা ব্লক। মঙ্গলবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বাসা লাইনে তিনটি বন্য হাতির একটি দল হানা দেয়। হাতির দলটি প্রায় এক ঘণ্টা ধরে এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। স্থানীয় বাসিন্দারা জানান, সেই তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় অন্তত চারটি পরিবার।
হাতির দলটি একাধিক বাড়ির কাঠামো ভেঙে ফেলে। কারও ঘরের বেড়া, তো কারও চালের ছাউনি গুঁড়িয়ে দেয় তারা। শুধু তাই নয়, কিছু বাড়িতে ঢুকে চাল, ডাল, আটা সহ অন্যান্য খাদ্যসামগ্রীও খেয়ে সাবাড় করে দেয়। হঠাৎ গভীর রাতে হাতির এই আগমনে আতঙ্কে ছোটো-বড়ো সবাই ঘর ছেড়ে বাইরে পালাতে বাধ্য হন।
প্রায় এক ঘণ্টার তাণ্ডব চালিয়ে হাতির দলটি অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। এই ঘটনার পর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই। বনদপ্তর ও প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। এলাকায় হাতির আনাগোনা রুখতে নজরদারি আরও বাড়ানোর দাবিও তুলেছেন গ্রামবাসীরা।
