কলকাতা – কলকাতার ব্যস্ত হ্যার স্ট্রিট এলাকায় এক অজ্ঞাত পরিচয় ভ্যান চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালবেলায় স্থানীয় বাসিন্দারা প্রথম দেহটি দেখতে পান রাস্তায় পড়ে থাকতে। দীর্ঘক্ষণ দেহ নড়াচড়া না করায় সন্দেহ হয়, এবং এরপরই খবর দেওয়া হয় হ্যার স্ট্রিট থানায়।
পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত ব্যক্তি পেশায় ভ্যান চালক এবং ঘটনাস্থলের পাশেই তাঁর ভ্যানটি রাখা ছিল। পুলিশ সূত্রে খবর, অসুস্থতাজনিত কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।
তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্ত করতে এবং তিনি কোনও ভ্যান-মালিকের অধীনে কাজ করতেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে তদন্তকারী দল।
সকালের ব্যস্ত সময়ে এমন এক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও, পুলিশের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
