পারফরম্যান্সে মিলবে পদ, বুথস্তরে নজরদারির বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

পারফরম্যান্সে মিলবে পদ, বুথস্তরে নজরদারির বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – তৃণমূল কংগ্রেসে কাজ না করলে পদ থাকবে না — এমনই স্পষ্ট বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দলের নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি জানিয়ে দেন, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পারফরম্যান্সের ভিত্তিতে সাংগঠনিক রদবদল হবে এবং বুথস্তর পর্যন্ত দলের উপর কড়া নজরদারি চালানো হবে।

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে স্পষ্ট করে বলেন, দলের ঊর্ধ্বে কেউ নন। কেউ যদি কাজ না করেন, তাহলে তিনি পদে থাকবেন না। বুথ স্তরে বিশেষ নজর দিতে হবে এবং যেখানে ১০০-র বেশি ভোটে পরাজয় হয়েছে, সেখানে অবিলম্বে বুথ সভাপতিকে বদল করা হবে। অর্থাৎ ফলাফলের ভিত্তিতে প্রাথমিক সংগঠনে বড়সড় রদবদলের বার্তা দিলেন তিনি।

এই বৈঠকে তিনি নেতাদের নির্দেশ দেন, আগামী দিনে আরও বেশি করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে হবে, ছোট ছোট বৈঠক করতে হবে এবং মানুষের সমস্যা সম্পর্কে অবগত হতে হবে। একই সঙ্গে দলীয় প্রচারের ক্ষেত্রে চারটি বিষয়ে জোর দেওয়ার কথা বলেন অভিষেক — কেন্দ্রের বঞ্চনা, ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR), রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প এবং বিজেপি-র বিভ্রান্তিমূলক প্রচার।

তিনি আরও জানান, শুধু পোস্টার বা ফ্লেক্স লাগিয়ে প্রচার হবে না, মাটিতে নেমে বুথ ধরে ধরে কাজ করতে হবে। অভিষেকের এই বার্তায় স্পষ্ট, এবার তৃণমূল চাইছে নীচুতলার সংগঠনকে আরও সক্রিয় এবং দায়িত্বশীল করে তুলতে। বিধানসভা ভোটের আগে এই সাংগঠনিক রদবদল দলের ভিত মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top