বিনোদন – ২০২৫ সালের জুন মাসের শুরুতেই প্রথমবারের মতো পিতা-মাতা হয়েছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ও মনোবিদ পিয়া চক্রবর্তী। তাঁদের জীবনে এসেছে একরত্তি পুত্রসন্তান। প্রথম সন্তানকে ঘিরে দম্পতির আনন্দের সীমা নেই। আগেই তাঁরা সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন সন্তানের মানুষ হওয়ার পথে কীভাবে তাঁরা পাশে থাকবেন। যদিও ছেলের নাম এখনো প্রকাশ করেননি তাঁরা, তবে শোনা যাচ্ছে, আদরের নাম ‘জুনিয়র’ বলেই ডেকে থাকেন পরম।
এতদিন ছেলের মুখ প্রকাশ না করলেও, তার ছোট্ট হাত ও পায়ের ছবি শেয়ার করেছিলেন পিয়া। এবার আরও একধাপ এগিয়ে পুত্রকে কোলে নিয়ে পরমব্রতর একাধিক মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ্যে আনলেন তিনি। কোথাও দেখা যাচ্ছে পরম ছেলের কপালে চুমু খাচ্ছেন, আবার কোথাও ফিডিং বোতল দিয়ে দুধ খাওয়াচ্ছেন শিশুকে। ইনস্টাগ্রামে ছবিগুলোর সঙ্গে পিয়া ক্যাপশনে শুধু লিখেছেন — ‘Parenthood’। আর সেইসব আদুরে ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
২০২৫ সাল জুড়ে পরমব্রতের হাতে রয়েছে একাধিক কাজ। সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘কিলবিল সোসাইটি’। সে সময় এক সাক্ষাৎকারে পরম জানিয়েছিলেন, জুন মাস নাগাদ তাঁর সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পিয়ার পাশে থাকা খুব প্রয়োজন ছিল, যদিও কাজের ব্যস্ততায় সেটা পুরোপুরি হয়ে ওঠেনি। তাই সন্তান জন্মের পর অন্তত দু’মাস পুরোপুরি ছুটি নিয়ে, নিজের চোখে তার বড় হয়ে ওঠা দেখতে চান অভিনেতা। বর্তমানে মে মাস থেকেই তিনি পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।
দাম্পত্য জীবনেও আলোচনার শীর্ষে থাকেন এই তারকা জুটি। ২০২৩ সালের ২৭ নভেম্বর পরমব্রত ও পিয়া চক্রবর্তী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, এর আগে পিয়া বিবাহ করেছিলেন গায়ক অনুপম রায়কে। ২০১৫ সালে তাঁদের বিয়ে হয়, তবে ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে তাঁরা বিচ্ছেদের কথা জানান। সে সময় গুঞ্জন ওঠে, তৃতীয় ব্যক্তির উপস্থিতি তাঁদের সম্পর্কের ফাটলের অন্যতম কারণ, আর সেই তৃতীয় ব্যক্তি নাকি পরমব্রত। যদিও পরম ও পিয়া তখন নিজেদের ‘শুধু ভাল বন্ধু’ বলেই দাবি করেছিলেন। শেষ পর্যন্ত সেই বন্ধুত্বই পরিণতি পায় সম্পর্কে।
