রাজ্য – বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে তপ্ত রাজ্যের রাজনৈতিক আবহের মধ্যেই কমিশনে প্রস্তুতির বার্তা পাঠাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রাজ্য স্পষ্ট করেছে, এসআইআর প্রক্রিয়া শুরু করার জন্য সব রকম ব্যবস্থা প্রস্তুত। বৃহস্পতিবার ২৪টি জেলার মধ্যে ২০টি জেলার ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট। কমিশন সূত্রে জানা গেছে, বাকি চার জেলার তালিকাও দ্রুত প্রকাশ করা হবে।
এর আগে বুধবার জাতীয় নির্বাচন কমিশন সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে লিখিতভাবে প্রস্তুতির তথ্য চেয়েছিল। সেই নির্দেশ মেনে রাজ্যের প্রতিটি জেলার রিপোর্ট একত্রিত করে পাঠানো হয়েছে। কমিশনের নির্দেশ অনুসারে প্রতি বুথে সর্বাধিক ভোটারের সংখ্যা ১২০০ নির্ধারিত হওয়ায় বুথ সংখ্যা ৮০,৬৮০ থেকে বেড়ে প্রায় ৯৪,০০০ হয়েছে।
নতুন বুথের তথ্য রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও রাজ্যের এই দ্রুত পদক্ষেপ নির্বাচন প্রস্তুতিতে ইতিবাচক সঙ্কেত দিচ্ছে।
