বীরভূম – বীরভূমের রাজনগরের পদমপুর গ্রামের ২১ বছর বয়সী পরিযায়ী শ্রমিক বারু পাহাড়িয়া কর্মসংস্থানের আশায় দেড় মাস আগে মহারাষ্ট্র পাড়ি দেন। বুধবার মহারাষ্ট্রের পিপলগাঁওয়ের একটি ইলেকট্রিক টাওয়ারে কাজ করার সময় হঠাৎ ওপর থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার গভীর রাতে বারুর দেহ গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা হয়। এই মর্মান্তিক ঘটনার পর গোটা রাজনগর এলাকায় শোকের ছায়া নেমে আসে। বারুর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তার পরিবার ও গ্রামবাসীরা গভীরভাবে স্তম্ভিত। মৃত শ্রমিকের মা মর্মাহত হয়ে পড়েন এবং পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়। বারুর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
এই দুঃখজনক ঘটনার মাধ্যমে একদিকে যেমন পরিবার হারিয়েছে অভিভাবক, অন্যদিকে দেশের পরিযায়ী শ্রমিকদের জীবনের ঝুঁকি ও কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাবের কথাও তুলে ধরেছে ঘটনা।
