মালদা – গত সাতদিন ধরে গঙ্গার ফুলেফেঁপে ওঠা জলে মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের অসংরক্ষিত এলাকাগুলিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর ও দক্ষিণ হুকুমতটোলা, ঈশ্বরটোলা এবং কামালতিপুর গ্রাম এখন সম্পূর্ণ জলমগ্ন। ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবে যাওয়ায় প্রায় পাঁচশো পরিবারের সদস্যরা জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।
ছোটো শিশু, গৃহপালিত গরু-মহিষ ও ছাগল নিয়ে দুর্গতরা চরম বিপাকে পড়েছেন। পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সাতদিন আগে গঙ্গার জল ঢোকার পর থেকেই এলাকা প্লাবিত হলেও এখনও প্রশাসনের কোনও ত্রাণ বা সাহায্য পৌঁছায়নি। ফলে অসহায় অবস্থায় দিন কাটছে দুর্গতদের।
