খেলা – ইংল্যান্ড সফর শেষে এশিয়া কাপের আগ পর্যন্ত ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি থাকায় নতুন করে জোরালো হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে আলোচনা। একটি রিপোর্টে বলা হয়েছে, আগামী অক্টোবরেই তাদের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হতে পারে। তবে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে হলে বিজয় হাজারে ট্রফিতে খেলার বিকল্প থাকতে হবে বলে শোনা যাচ্ছে।
কিন্তু পিটিআই সূত্রে খবর, বিসিসিআইয়ের একাংশের নজর আসলে ‘ইন্ডিয়া এ’ দলের ওয়ানডে ম্যাচগুলিতে। কারণ আন্তর্জাতিক সূচির সঙ্গে বিজয় হাজারের সময়সূচির সংঘাতের কারণে কোহলি-রোহিতের বিজয় হাজারে খেলাটা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে।
গত জুনে বার্বাডোস বিশ্বকাপ জয়ের পর দু’জনেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এরপর এই বছর মে মাসে ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান। ফলে এখন তাঁরা শুধু ওয়ানডে খেলছেন। মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হওয়া উচিত ছিল, কিন্তু সেটি বাতিল হওয়ায় পরবর্তী আন্তর্জাতিক প্রতিযোগিতা হিসেবে সামনে এশিয়া কাপ।
ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ হবে অক্টোবরের অস্ট্রেলিয়া সফর, যা ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। তার আগেই বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের একাংশ চান কোহলি-রোহিতকে ‘ইন্ডিয়া এ’ দলের বিরুদ্ধে দু-একটি ম্যাচে খেলানো হোক, যা হবে কানপুরে ৩০ সেপ্টেম্বর, ৩ ও ৫ অক্টোবর। ঠিক একই সময়ে সিনিয়র টিমটি আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলবে।
‘কেন বিজয় হাজারে নয়, ‘ইন্ডিয়া এ’?‘—এই প্রশ্নের জবাব দিয়েছেন ‘দৈনিক জাগরণ’ পত্রিকার প্রতিবেদক। তাঁর বক্তব্য, নির্বাচকদের নজরে থাকার জন্য এবং ফিটনেস ধরে রাখার জন্য কোহলি-রোহিতদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। বিজয় হাজারে ট্রফি ডিসেম্বর ২৪ থেকে শুরু হলেও, তার আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছ’টি ওয়ানডে ম্যাচ রয়েছে, এবং জানুয়ারিতে নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি ওয়ানডে রয়েছে যা ঘরোয়া সূচির সঙ্গে মিল রয়েছে।
বিসিসিআইয়ের এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, ‘বিজয় হাজারেতে খেললেও তার আগে ছ’টি ওয়ানডে ম্যাচ খেলা দরকার। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে রাজকোটে তিনটি লিস্ট ‘এ’ ম্যাচও রয়েছে, যা নভেম্বর ১৩, ১৬ ও ১৯ তারিখে অনুষ্ঠিত হবে।’
সবশেষে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের হাতে। তারা বিজয় হাজারে না ‘ইন্ডিয়া এ’ দলের ম্যাচকে অগ্রাধিকার দেবেন, নাকি কোহলি-রোহিতের জন্য বিশেষ কোনো পরিকল্পনা করবেন, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে।
