খেলা – গত রবিবার ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্স দলের সঙ্গে। মাঠে নেমে অস্কার ব্রুজোর নেতৃত্বাধীন মশাল ব্রিগেড শক্তিশালী খেলা উপহার দিয়ে পাঁচ গোলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় প্রতিপক্ষকে।
এই ম্যাচে বিশেষভাবে নজর কেড়েছেন মরোক্কোর তারকা হামিদ আহদাদ, যিনি দ্বিতীয় ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে শক্তিশালী করেছে। এছাড়াও গোল করেছেন প্যালেস্টাইনের ফুটবল তারকা মহম্মদ রশিদ এবং সাউল ক্রেসপো। তবে শুধু বিদেশিরাই নয়, দেশের ফুটবলাররাও নিজেদের খেলা দিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছে।
জাতীয় দলের তারকা বিপিন সিং ডুরান্ড কাপে নিজের দ্বিতীয় গোল অর্জন করেন এবং ডিফেন্ডার আনোয়ার আলিও গোলের তালিকায় নাম লেখান। এই দুর্দান্ত পারফরম্যান্সের ফলে ইস্টবেঙ্গল নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের জায়গা। এখন দলের কোচ অস্কার ব্রুজো কোয়ার্টার ফাইনালসহ পরবর্তী প্রতিদ্বন্দ্বিতার জন্য ফুটবলারদের প্রস্তুতি নিচ্ছেন।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ অস্কার বলেন, “যেকোনো প্রতিপক্ষই আসুক, আমাদের খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করবে এবং সুযোগ বুঝে গোল করবে।”
তবে শুধু কোচ নয়, দলের তারকা ফুটবলার বিপিন সিংও ছোটবেলা থেকে বড় দলের হয়ে খেলার স্বপ্ন দেখার কথা প্রকাশ করেন। বিপিন বলেন, “বড় ক্লাবের হয়ে খেলার স্বপ্ন ছিল সবসময়। প্রথম ম্যাচেই গোল করেছিলাম, এবারও গোল পেলাম। দলের জন্য সেরাটা দেওয়ায় খুব ভালো লাগছে। ভবিষ্যত ম্যাচগুলোতেও আমরা জয়ের জন্য খেলব, সেটা কোয়ার্টার ফাইনাল হোক বা ফাইনাল।”
