রাজ্য – গত সপ্তাহের শেষ দিকে কিছুটা বিরতি পেলেও ফের ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তরবঙ্গের কাছাকাছি অবস্থান করছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে দ্রুত গতিতে। এর ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে সোমবার (১১ আগস্ট) সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তাই কোনও সতর্কতা জারি হয়নি। তবে মঙ্গলবার নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।
বুধবার দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। একই দিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টি চলতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় আগামী ২–৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুতসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
কলকাতায় সোমবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে স্থানীয় মেঘ থেকে বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে।
