পূর্ব মেদিনীপুর – শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক থানার অন্তর্গত খারুই গ্রামে দীর্ঘদিন ধরে মোনালিসা দাস নামে এক মহিলা বেআইনিভাবে মদ বিক্রি করছিলেন। স্থানীয় মহিলা ও গ্রামবাসীরা অভিযোগ করেছেন, মোনালিসা দাস তার বাড়িতেই অবৈধ মদ বিক্রি করতেন। মদ বিক্রি বন্ধ করার চেষ্টা করলে গ্রামবাসীদের উপর হুমকি দিতেন তিনি।
বেআইনি মদের কারণে গ্রামের মধ্যপদের সমস্যা বৃদ্ধি পাচ্ছিল। পাশাপাশি চোরের উপদ্রবও বাড়ছিল। গ্রামের বিভিন্ন বাড়ি থেকে চুরি হওয়ার ঘটনাও বেড়ে গিয়েছিল। এসব সমস্যা মোকাবিলায় আজ গ্রামের মহিলারা একত্রিত হয়ে মদ ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করেন।
তারা তার বাড়ি থেকে অবৈধ মদ বের করে তা ভেঙে গুঁড়িয়ে দেয়। এই পদক্ষেপের মাধ্যমে তারা গ্রামে বেআইনি মদবিক্রয় ও অপরাধ প্রবণতা বন্ধের দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।
