ভাইরাল – ভারতের ‘সবচেয়ে বিষাক্ত’ সাপ হিসেবে পরিচিত চন্দ্রবোড়া কুণ্ডলী পাকিয়ে রাস্তার মাঝখানে বসে রয়েছে। তার গর্জনের শব্দটা ঠিক যেন প্রেশার কুকারের সিটির আওয়াজের মতো বার বার শোনা যাচ্ছে। সম্প্রতি এই ভয়ঙ্কর দৃশ্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা তাকে ‘মৃত্যুর বাঁশি’ বলে উল্লেখ করেছেন।
ভিডিওতে দেখা যায়, ফাঁকা রাস্তার এক মধ্যভাগে চন্দ্রবোড়া কুণ্ডলী পাকিয়ে বসে আছে। মাথাটি শরীরের মধ্যখানে গভীরভাবে ঢোকানো অবস্থায় সাপটি রাগে ফোঁস ফোঁস করছে এবং শরীর ফুলে উঠেছে। গর্জনের আওয়াজ এতটাই ভয়ের যে, সঠিক শব্দবর্ণনা কঠিন।
এই ভিডিওটি ‘ওয়াইল্ডসাতপুরা’ নামে এক এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে এবং খুব দ্রুতই বহু মানুষ এটি দেখেছেন। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে বিস্ময় আর উত্তেজনার ভিড় জমেছে। এক নেটাগরিক লিখেছেন, “চন্দ্রবোড়া ভারতের সবচেয়ে বিষাক্ত সাপ। এর ছোবল লাগলে দ্রুত চিকিৎসা না করলে প্রাণ হারানো নিশ্চিত।” অন্য কেউ বলেছেন, “এ যেন সাক্ষাৎ মৃত্যুর বাঁশি।”
ভিডিওটি কবে এবং কোথায় তোলা হয়েছে তা স্পষ্ট নয়, তবে এর ভয়াবহতা ও শক্তি দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
