নদিয়া – নৈহাটির বড় মা পুজো দিতে আসা এক বাইরের পরিবারের আনন্দযাত্রা হঠাৎই বিপত্তিতে বদলে গেল। চারচাকা গাড়িটি পার্কিং করে রাখা হয়েছিল নৈহাটি ফেরিঘাটে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ জোয়ার আসায় মুহূর্তের মধ্যে গাড়িটি জোয়ারের জলে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের সঙ্গে যোগ দেন নৈহাটি থানার পুলিশও। বহুক্ষণ ধরে চলা প্রচেষ্টার পর অবশেষে গাড়িটি জল থেকে তোলা সম্ভব হয়।
পুলিশ প্রশাসনের দাবি, এই এলাকায় বহুবার সতর্কীকরণ এবং নিষেধাজ্ঞা জারি করা হয়েছে—ফেরিঘাট এলাকায় গাড়ি পার্ক না করতে। তবুও নিষেধ অমান্য করেই গাড়ি রেখে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘিরে ফের স্থানীয়দের মধ্যে সচেতনতার দাবি উঠেছে।
