খেলা – মৌসুমটা মোটেই ভালো কাটেনি শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাবের জন্য। আইলিগের প্রথম ম্যাচেই শক্তিশালী গোকুলাম কেরালা এফসির কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল হায়দরাবাদের এই দল। পরের ম্যাচে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য জোরালো কৌশল নিয়ে নামেন তারা এবং অনায়াসে হারায় চার্চিল ব্রাদার্সকে। এরপর তৃতীয় ম্যাচে রাজস্থান ইউনাইটেডকেও পরাজিত করে ধারাবাহিকতা বজায় রাখে শ্রীনিধি ডেকান।
কিন্তু দিল্লীতে ডেম্পো স্পোর্টস ক্লাবের কাছে হেরার পর থেকে দলের পারফরম্যান্স ফের পুরনো দুর্বল অবস্থায় ফিরে আসে। এরপর ইন্টার কাশীকে হারাতে না পারায় দলের অবস্থান পয়েন্ট টেবিলে ধীরে ধীরে নিম্নমুখী হতে থাকে। পরের কিছু ম্যাচে পয়েন্ট নষ্ট করায় শেষ পর্যন্ত ২২ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে নবম স্থানেই থামে শ্রীনিধি ডেকান। এই হতাশাজনক ফলাফলের পর দলের সদস্য ও সমর্থকরা মন খারাপ করেন।
তবে নতুন মরশুমে ভালো করার আশায় গত জুলাইয়ে দল বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়ার ঘোষণা দেয় এবং নতুন সদস্য সংগ্রহে মনোনিবেশ করে। এরমধ্যে আইজল এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার লালথানখুমা সি দুহভেলা দলে যুক্ত হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন প্রত্যাশা জাগেছে। বছর ২৪-এর এই মিজো ফুটবলার গত সিজনে আইজলের হয়ে অনেক ম্যাচ খেলেছেন এবং এখন শ্রীনিধি ডেকানে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন।
