পূর্ব মেদিনীপুর – দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের পর এবার ‘দুর্গা অঙ্গন’ তৈরির কাজ শুরু হতে চলেছে। সোমবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘোষণার ভিত্তিতে এই প্রকল্পের জন্য সরকারি সিলমোহর দেওয়া হয়েছে। পর্যটন দফতর ও হিডকো যৌথ উদ্যোগে ‘দুর্গা অঙ্গন’ নির্মাণের কাজ পরিচালিত হবে। নির্মাণকাজের জন্য একটি ট্রাস্ট গঠন করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তবে প্রকল্পের স্থান ও বাজেট নিয়ে এখনো কোনও আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।
গত ২১ জুলাই তৃণমূল সুপ্রিমোর একটি জনসভায় এই ‘দুর্গা অঙ্গন’ নির্মাণের কথা প্রথম জানানো হয়। সেদিন তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন, “একমাত্র ভোটের সময়েই কালী-দুর্গার কথা মনে পড়ে।” এবং ঘোষণা করেন, “জগন্নাথ ধামের মতোই বাংলায় দুর্গা অঙ্গন নির্মাণ হবে।”
এই ঘোষণার পরই বিজেপি ‘দুর্গা-প্রীতি’ নিয়ে তৃণমূলের উপর রাজনীতির অভিযোগ এনেছে। তবে বিশেষজ্ঞ মহলের মতে, গেরুয়া শিবির নিজেও ‘দুর্গা রাজনীতি’ থেকে বিরত নেই। চলতি বছর ইজেডসিসিতে তাদের দুর্গাপুজোর আয়োজন হয়েছে। অগ্নিমিত্রা পাল দাবি করেছেন, “এই পুজো সরাসরি বিজেপি করছে না, একটি সহযোগী সংগঠন করছে, যার পাশে আমাদের দল রয়েছে।”
