ন্যায্য দাবিতে পথে নামছেন প্রধান শিক্ষক-শিক্ষিকারা, ASFHM-এর ডাক ‘বিকাশ ভবন চলো’

ন্যায্য দাবিতে পথে নামছেন প্রধান শিক্ষক-শিক্ষিকারা, ASFHM-এর ডাক ‘বিকাশ ভবন চলো’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – সরকারপোষিত ও সরকার-সহায়তাপ্রাপ্ত হাই স্কুল এবং হাই মাদ্রাসার অসংখ্য প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা ন্যায্য দাবির স্বার্থে আগামী মঙ্গলবার পথে নামছেন। অ্যাডভান্স সোসাইটি ফর হেড মাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস (ASFHM)-এর ডাকে ‘বিকাশ ভবন চলো’ কর্মসূচি সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত চলবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, করুণাময়ী মেট্রো স্টেশন শেডের তলায় অবস্থান, ধরনা ও বিক্ষোভের পর পদযাত্রা করে বিকাশ ভবনের দিকে রওনা দেবেন অংশগ্রহণকারীরা। পরে শিক্ষামন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হবে।

সংগঠনের দাবি, প্রধান শিক্ষক-শিক্ষিকাদের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা দূর করা এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নই এই আন্দোলনের মূল উদ্দেশ্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top