কলকাতা – গত ছ’দিনে একাধিকবার যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। বৃহস্পতিবারের ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আতঙ্ক ছড়াল যাত্রীদের মনে।
মঙ্গলবার ভোরে সানফ্রান্সিসকো-মুম্বই ভায়া কলকাতা বিমানের বাঁ দিকের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কলকাতা বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয়। AI১৮০, বোয়িংয়ের ওই বিমান সোমবার রাত পৌনে ১টায় কলকাতায় নামে এবং রাত ২টার দিকে উড়ানের কথা ছিল। তবে ত্রুটি ধরা পড়ায় পরীক্ষা-নিরীক্ষার পর যাত্রীদের নামানো হয়।
এর আগে সোমবারও হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI315 বিমানে মাঝ আকাশে ত্রুটি ধরা পড়ায় পাইলট সেটিকে হংকংয়ে ফিরিয়ে আনেন। স্ট্যান্ডার্ড সুরক্ষা প্রোটোকল মেনে নেওয়া এই সিদ্ধান্ত বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করে।
